হেলাল উদ্দিন আহমেদ

হেলাল উদ্দিন আহমেদ (১৯৬০) ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে উন্নয়ন অর্থনীতিতে এমফিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে জনপ্রশাসনে দুর্নীতি বিষয়ক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশায় সরকারি চাকরিজীবী, বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য। বর্তমানে যুগ্ম-সচিব পদে কর্মরত। ‘আরব জাতির ইতিহাস (অনুবাদ)’, ‘প্রত্যাবর্তন’, ‘বাংলাদেশ: বেসিক ফ্যাক্টস’, বাংলাদেশ অ্যাট এ গ্লান্স’ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই।

You've just added this product to the cart: