হুমায়ুন কবিরের জন্ম ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ কুড়ি বছর জাপানে ছিলেন। কাজ করেছেন ন্যাশনাল জিওগ্রাফিক সেন্টারে। ডিসকভারি যার শাখা। নীল সুনীল অতল সমুদ্রতলে যিনি সুন্দরের সন্ধানে অভিযান করেছেন। একদিকে বিপন্ন জীবন অন্যদিকে আবিষ্কারের দুরন্ত বাসনা তাঁকে ঋদ্ধ-সমৃদ্ধ জগতের উপান্তে পৌঁছে দিয়েছেন।