বাংলাদেশের সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি, জাতীয় স্বাধীনতা সংগ্রাম-আন্দোলন ও মুক্তিযুদ্ধের এক অনন্য ব্যাক্তিত্ব কবি হালিম আজাদ। হালিম আজাদ তার লেখক নাম। তার প্রকৃত নাম মোহাম্মদ আবদুল হালিম। তিনি ১৯৫৫ সালে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে এক কৃষি ও সংস্কৃতিমনষ্ক পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মলগ্নে পরিবারটি ছিল একটি সচ্ছল কৃষক পরিবার। পিতা মোহাম্মদ হাকিম আলী ছিলেন বৈঠকী গানের শিল্পী। তার ছিল একটি গানের দল। মাতার নাম আমেনা খাতুন। মা আমেনা এলাকার পরিচিত বংশ লক্ষèীনগর খান বাড়ির মেয়ে। জন্মের পরই হালিম আজাদ নিজ বাড়িতে গান-বাজনার পরিবেশে বেড়ে উঠেন। পিতা বাড়িতেই তার দলবল নিয়ে গানের চর্চা করতেন। তার গানের দল নিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন আসরে গান করতেন। বড় ভাইও গানের দলের সঙ্গে যুক্ত ছিলেন। কৃষি ব্যবসা ছিল পরিবারের মূল কাজ। পরিবারে চৌদ্দ ভাইবোনের মধ্যে কবি হালিম আজাদ সবার ছোট।
কবি হালিম আজাদ মধ্যনগর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কানাইনগর ছোবহানিয়া হাই স্কুল থেকে এসএসসি, তোলারাম কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ শিক্ষালাভ করেন। তার সংস্কৃতি কাজ শুরু হয় গ্রামে চতুর্থ শ্রেণীতে পড়াকালে নাটকে পারফরমেন্সের মধ্যদিয়ে। গ্রাম থিয়েটার ‘মধ্যনগর নাট্য সংসদ’-এর প্রথম ও দ্বিতীয় নাটকে গান ও অভিনয়ে অংশ নেন। পঞ্চম শ্রেণীতে পড়াকালে গ্রামের একটি যাত্রাদলের মঞ্চে নিজের লেখা ও সুরে একক অভিনয়ের কাব্যগীতি ‘সোনাই’ তিনবার পারফরমেন্স করেন। এরপর থেকে শিশুশিল্পী হিসেবে এলাকায় তার নাম ছড়িয়ে পড়েন। কানাইনগর হাইস্কুলে অধ্যয়নকালে তিনি বার্ষিক দুটি নাটকে অভিনয় ও গান করেন। স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতায় গান পরিবেশন করেন নিয়মিত।