হামিদা মুবাশ্বেরা

হামিদা মুবাশ্বেরা বর্তমানে যুক্তরাষ্ট্রের টেম্পল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করছেন। এর আগে মালয়শিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (IIUM) থেকে ইসলামিক ফিনান্সে মাস্টার্স করেছেন। ব্যাচেলর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে ইনস্টিটিউট (IBA) অনুষদ থেকে। প্রাতিষ্ঠানিক ভাবে ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন ইসলামিক অনলাইন বিশ্ববিদ্যালয় (IOU) থেকে, সেখানে ইসলামিক স্টাডিজে দ্বিতীয় ব্যাচেলর সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। হরেক রকমের বই পড়া ও লেখালেখি হামিদা মুবাশ্বেরার কাছে এক ধরনের নেশার মতো। বাবার আকস্মিক মৃত্যু তাকে জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে উৎসাহিত করে। কী হয় মৃত্যুর পর? এটা নিয়ে কোন ধর্ম কী বলে? কেন আমরা মুসলিম? অন্যান্য ধর্মের অনুসারীদের সাথে আমাদের পার্থক্য কোথায়? নিজের শিকড়, আত্মপরিচয় অনুসন্ধানের ব্যক্তিগত যে যাত্রা, সেই পথ থেকে কুড়ানো মণি-মুক্তা নিয়ে লিখেছেন ‘শিকড়ের সন্ধানে’।

You've just added this product to the cart: