প্রাবন্ধিক ও অনুবাদক সালেহ ফুয়াদের জন্ম ১৯৯৫ সালের ১০ই জানুয়ারি সুনামগঞ্জে । বেড়ে উঠেছেন সিলেট শহরে। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় অধ্যয়নরত। সাহিত্য ক্ষেত্রে অনুবাদে তার আগ্রহ বেশি। তিনি আরবি, উর্দু ও ইংরেজি থেকে অনুবাদ করে থাকেন সচরাচর। পদ্মভূষণ-পাওয়া বিখ্যাত ভারতীয় পণ্ডিত মওলানা ওয়াহিদুদ্দিন খান-এর লেখা ‘সালমান রুশদি ও মিছিলের রাজনীতি’ তিনি উর্দু থেকে অনুবাদ করেছেন। এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তাঁর অনূদিত দ্বিতীয় গ্রন্থ ‘ইনতেজার হুসেইনের শ্রেষ্ঠগল্প’। ২০১৩ সালে ম্যানবুকার সংক্ষিপ্ত তালিকায় চতুর্থতম স্থান পাওয়া এই লেখকের শ্রেষ্ঠগল্প’। ২০১৩ সালে ম্যানবুকার সংক্ষিপ্ত তালিকায় চতুর্থতম স্থান পাওয়া এই লেখকের উপন্যাস ও ছােটগল্প নিয়ে বর্তমানে তিনি কাজ করছেন। সালেহ ফুয়াদ ইতােমধ্যেই প্রমাণ করেছেন অনুবাদ সাহিত্যে তাঁর পদচারণা স্বচ্ছন্দ ।