সানিয়াসনাইন খান

বিখ্যাত ইসলামী ধর্মতত্ত্ববিদ মাওলানা ওয়াহিদউদ্দিন খানের পুত্র সানিয়াসনাইন খান ১৯৫৯ সালে উত্তরপ্রদেশের আজমগড়ে জন্মগ্রহণ করেন ।

১৯৬৭ সালে বাবার সাথে দিল্লি চলে আসেন এবং দিল্লির মাজহারুল ইসলাম মিডল স্কুল এবং সরকারি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (লাডলো ক্যাসেল) পড়াশোনা করেন।

পরবর্তীকালে তিনি জামিয়া হামদর্দ, দিল্লি বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়াতে অধ্যয়ন করেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে তিনি আরবি বিভাগে স্নাতকোত্তর করেন।

এরপর তিনি পিতার তত্ত্বাবধানে “আল-রিসালা” নামক একটি উর্দু মাসিক পত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন “গুডওয়ার্ড বুকস”। ১৯৯৯ সালে তার প্রথম গ্রন্থ “হজ সম্পর্কে বলুন” প্রকাশিত হয়।

সম্প্রতি তিনি “লিমকা বুক অব রেকর্ডস” প্রতিষ্ঠা করেন। তার বই “স্টোরি অফ খাদিজা” বা “খাদিজার গল্প” “শারজাহ চিলড্রেনস্ বুক অ্যাওয়ার্ড” পেয়েছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি কর্তৃক একটি গবেষণায় তাকে পৃথিবী সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়।

You've just added this product to the cart: