প্রাতিষ্ঠানিক নাম মাে. সাজ্জাক হােসেন হলেও তিনি লেখালেখি করেন সাজ্জাক হােসেন শিহাব নামে। রাজশাহীর বাগমারা উপজেলার একডালা গ্রামে অক্টোবর ১৪, ১৯৮৮ সালে জনুগ্রহণ করেন। পিতা মৃত জসিম উদ্দীন, মাতা মােছা. শাহিদা বেগম। পাঁচ ভাই-বােনের মধ্যে লেখক চতুর্থ। একমাত্র পুত্র সাজিদ আর স্ত্রী তাহমিনাকে নিয়ে বাস করেন ঢাকায়।
পড়াশােনা করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: পাবনা | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (রাজশাহী বিশ্ববিদ্যালয়): বাগমারা মহাবিদ্যালয়; একডালা উচ্চ বিদ্যালয়ে।।
সাজ্জাক হােসেন শিহাব বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। তার লেখা বই ‘মহাদেশ-মহাকাল’ (উপন্যাস, দেশ পাবলিকেশন্স ২০১৮); ঈশ্বরের দেশে’ (কাব্যগ্রন্থ, দেশ পাবলিকেশন্স ২০১৮); ‘অচেনা অন্ধকার’ (গল্পগ্রন্থ, দেশ পাবলিকেশন্স ২০১৮); ‘ডাগগিল-ড্রোন’ (গল্পগ্রন্থ, দেশ পাবলিকেশন্স ২০১৮); হুর রে (গল্পগ্রন্থ, ‘দেশ পাবলিকেশন্স ২০১৮); ‘ধূপছায়া (গল্পগ্রন্থ, দেশ পাবলিকেশন্স ২০১৭); “আঙুলের কঙ্কাল’ (গল্পগ্রন্থ, দেশ পাবলিকেশন্স ২০১৬); | ‘হৃদয়ের গহিনে বাজে বীণ’ (কাব্যগ্রন্থ, সিড়ি প্রকাশনী ২০১৩); ‘সহমরণের চিতায়’ (উপন্যাস, ঝিনুক প্রকাশনী ২০১২); নিশির আঁধার (উপন্যাস, মহিয়সী প্রকাশ ২০১০)।
লেখকের টেক্সটাইল বিষয়ক বইসমূহ: ইনট্রোডাকশান টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বুকস ফেয়ার পাবলিকেশন্স ২০১০); জেনারেল টেক্সটাইল এন্ড এপারেল মার্চেন্ডাইজিং (ইউসুফ পাবলিকেশন্স ২০১৪); এপারেল কস্টিং এন্ড কনজাম্পশান (ইউসুফ পাবলিকেশন্স ২০১৫)। ইতােমধ্যে ঘুরেছেন ইতালি, মালয়েশিয়া, সান মারিনাে। পেয়েছেন দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৬ (বিশেষ তরুণ)।