সাইফ সিরাজ

তার বাবা এ কিউ এম সিরাজুল ইসলাম ও মা রহিমা খাতুন। জন্ম ১৯৭৮ সালে ২২ ডিসেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রাজনগরে । আনন্দ মােহন কলেজ ময়মনসিংহ থেকে মানবিকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর । পেশায় শিক্ষক । প্রকাশিত প্রথম গ্রন্থ ‘এবং দ্বিতীয় অক্ষমতা (কাব্য) প্রকাশ হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে। | দ্বিতীয় গ্রন্থ ‘মায়া কায়া অথবা মৃত্যুছায়া’ (গল্পগ্রন্থ) প্রকাশ হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে। ‘চাঁদ কি তারার আম্মু নাকি’ তার তৃতীয় গ্রন্থ।

You've just added this product to the cart: