জন্ম ২১ নভেম্বর, সাগরকন্যা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। খুব অল্প বয়সে তার লেখালেখির হাতেখড়ি। জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন। বর্তমানে দৈনিক ইত্তেফাক-এর ফান সাপ্লিমেন্ট ‘ঠাট্টা’র দায়িত্বে আছেন। এক সময় কিশোর মেলা, সৃজনী, সাহিত্য বার্তা, মির্জাগঞ্জ বার্তা, দুরন্ত প্রভৃতি পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। এখন সম্পাদনা করছেন সাহিত্যের ছোটোকাগজ ‘বাংলা’, রহস্যধর্মী ছোটোকাগজ ‘মরীচিকা’ এবং কিশোর ওয়েরপোর্টাল-ম্যাগাজিন ’কিশোরকাল’। লেখালেখির জন্য পেয়েছেন ‘মহীয়সী স্মারক সম্মাননা ১৪২২’। ’গীতাঞ্জলি চুরির রহস্য’ ও ’একাত্তরের ফার্স্টবয়’ কিশোর উপন্যাসদ্বয়ের জন্য পেয়েছেন পাণ্ডুলিপি পুরস্কার। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে: বৃত্তের ভেতর বাহির, ভালোবাসি বলেই, তপুর গোয়েন্দাগিরি, প্রেম বালিকা, কোথায় খুঁজি তারে, হিরামন পাহাড়ের রহস্য, এলিয়েন ভূত, দূর দ্বীপবাসিনী, চাঁদনী, পাতাঝরা মন, গীতাঞ্জলি চুরির রহস্য, মায়াবৃত্ত, একাত্তরের ফার্স্টবয় প্রভৃতি। সম্পাদিত বই তিনটি।