শেলী রহমানের আর এক নাম মুহাম্মদ তৌফিকুর রহমান। তাঁর জন্ম ১৯৪২ সালে রাজশাহী শহরে; রাজশাহী কলেজে রসায়নে অনার্স ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমএসসি। তিনি ডক্টরেট করেন ইংল্যান্ডের সাসেক্স ইউনিভার্সিটিতে। পোস্টডক্টরাল গবেষণা করেন ইংল্যান্ড, আমেরিকা, স্কটল্যান্ড ও সুইডেনে। ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রসায়ন বিভাগে অধ্যাপনা শুরু করেন। ১৯৭৮ সালে সেখানে তিনি বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ গবেষক হিসেবে আব্দুর রব চৌধুরী স্বর্ণপদকে ভূষিত হন এবং ১৯৮১-তে তিনি ব্রিটেনের রয়াল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো নির্বাচিত হন। ১৯৯১ সাল থেকে তিনি স্কুলে শিক্ষকতা শুরু করেন, প্রথমে ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে ও পরে ইংল্যান্ডে। দেশ-বিদেশের পত্রিকায় তাঁর চল্লিশটিরও অধিক গবেষণা- প্রবন্ধ প্রকাশিত হয়েছে।