শাহদাব আকবর

সংস্কৃতি সমৃদ্ধ বিশিষ্ট রাজনৈতিক পরিবারে। শাহাব আকবরের জন্ম (১৯৬১), বাবা গােলাম আকবর চৌধুরী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন। ‘৭৫-পরবর্তী কঠিন সময়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নীতিনির্ধারকের ভূমিকা পালন করেন । মা প্রখ্যাত রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী বর্তমান জাতীয় সংসদ উপনেতা । ভাই সাজেদ আকবর ও বােন শামা রহমান এদেশের সংগীত জগতে দুই উজ্জ্বল নক্ষত্র । সহধর্মিণী শাহনাজ খান দীর্ঘ চলার পথের সাথী ও অনুপ্রেরণা । মেয়ে শাহরিন আকবর ও সিমিন আকবর উচ্চশিক্ষা সম্পন্ন করে বিদেশে কর্মরত। কনিষ্ঠ সন্তান ও একমাত্র পুত্র শাবাব আকবর। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

You've just added this product to the cart: