শিক্ষাবিদ শারমিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রী প্রয়াত জোহরা তাজউদ্দিনের বড় মেয়ে। ১৯৮৪ সাল থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি খেকে ১৯৯০ সালে উইমেন্স স্টাডিজে এম এ করেছেন শারমিন। মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন ইন্সটিটিউট ও সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করছেন প্রায় দু’দশক ধরে।
প্রগতিশীল ইসলামি নীতি গবেষণামূলক ইন্সটিটিউট ‘মিনারেট অব ফ্রিডম’ এর সাবেক পরিচালক এবং প্রতিষ্ঠাতাদের একজন শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেছেন ২০১১ সালে।
তাঁর সরাসরি অভিজ্ঞতা খেকে লেখা বই Daughter of Bangladesh Liberation Witnesses Tahrir Emancipation প্রকাশিত হয়েছে ২০১২ সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর প্রয়াত পিতা তাজউদ্দিন আহমদের অবদান নিয়ে লেখা ‘তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা’ বইটি প্রকাশিত হয়েছে ২০১৪ সালে।