জন্ম : ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ১৯৮২।
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি (সম্মান), এমএসসি।
বিষয় : গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন। গার্হস্থ্য অর্থনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্কুলে শিক্ষকতা করতেন। বর্তমানে গৃহিণী।
শখ বা নেশা : ছবি আঁকা, প্রচ- নেশা… তুলির সাথে প্রেম আজন্ম। দুদিনের জন্য কোথাও বেড়াতে গেলেও স্কেচবুক সঙ্গে থাকে।
আর নেশা বই পড়া। সাহিত্যে বলা যায় সর্বভুক। প্রিয় লেখক সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, বুদ্ধদেব, জেইন অস্টিন, চার্লস ডিকেন্স, ক্যাথরিন কুক্সন, ভিক্টোরিয়া হল্ট, আগাথা ক্রিস্টি, মেরি শেলি। তবে তার মতে সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাঁর তৈরি করা চরিত্রগুলো তার মনে হয় নিজের ব্যক্তিত্বে দারুণভাবে ছাপ ফেলেছে, তার সঙ্গে জীবনদর্শনেও। শখের বসেই লেখালেখি ধরা, তবে কিছুটা সামাজিক দায়িত্ববোধও কাজ করে। ধর্মকে ভালোবাসেন, তবে ধর্মান্ধ নন। নারীবাদ বা পুরুষতন্ত্র নয়, মানবতাবাদই তার আদর্শ। স্বপ্ন দেখেন একটা মজবুত আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা সম্ভাবনাময় বাংলাদেশি প্রজন্মের।
Follow Me: