শামীম কেয়া

শামীম কেয়ার জন্ম কুমিল্লা জেলার বাগিচা গাঁওয়ে । পৈত্রিক নিবাস বাগেরহাটের সদর উপজেলার বাসাবাটি এলাকায়। বাবা-সুলতান মাহমুদ শিকদার এবং মা-সাফিয়া বেগম। বাসাবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু। তিনি বাগেরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন এবং বরিশাল সরকারী মহিলা মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও এম.এ করে।

 

বাবা ছিলেন একজন সরকারী কর্মকর্তা। তিনি ছিলেন অত্যন্ত সাহিত্যানুরাগী ও সংস্কৃতিমনা। ছােটবেলা থেকেই বাবার লেখা অসংখ্য কবিতা, গান তাকে সাহিত্যের প্রতি অনুরক্ত করে তােলে । তখন থেকে একটু একটু করে নিজের অজান্তেই এ কাব্য জগতে শামীম কেয়া নিজেকে জড়িয়ে নিয়েছেন। তার প্রথম কবিতার বই ‘প্রথম সূর্যোদয় ২০০৭ সালের ১লা ফেব্রুয়ারী এবং দ্বিতীয় কবিতার বই ‘বিরহ বলয় ২০০৮ সালের ১লা ফেব্রুয়ারী একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে। প্রকৃতি, সংগীত ও বইয়ের সাথেই তার ঘনিষ্ঠতা সবচেয়ে বেশী ।

 

ব্যক্তিগত জীবনে তিনি সামরিক কর্মকর্তা সিরাজুল হকের স্ত্রী। তাশরীফ ও তাজবিদা তার দুই ছেলেমেয়ে দশম ও নবম শ্রেণিতে পড়ছে।

You've just added this product to the cart: