শামীম আজাদ একজন ব্রিটিশ-বাংলাদেশি সাহিত্যিক। দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন। তাঁর কবিতায় বাংলাদেশের প্রকৃতির ভাষিক রূপ ফুটে ওঠেছে।
আজাদ জন্মগ্রহণ করেন ময়মনসিংহে (যে শহর ছিল তাঁর বাবার কর্মস্থল)। তাঁর পৈতৃক নিবাস সিলেটে। ১৯৬৭ সালে জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পরীক্ষা দেন। এরপর ১৯৭৯ সালে কুমুদিনী সরকারি মহিলা কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৮২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৩ সালে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি।