শফিক সিদ্দিক

শফিক সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম এবং এমকম পাস করে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৭৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে শেখ রেহানার সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। ড. সিদ্দিক ঢাকা কমাস কলেজের গভর্নিং বডির সভাপতি ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক। এছাড়া বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সাথেও তিনি জড়িত। ‘তোমাদের ভালবাসা ফিরিয়ে এনেছে মোরে’, ‘দিনগুলি মোর সোনার খাঁচায়’ তাঁর দু’টি স্মৃতিচারণমূলক বই।

You've just added this product to the cart: