জন্ম ১৯৪৪, ঢাকা।
লেখালেখির শুরু স্কুলজীবন থেকে। প্রথম লেখা ছাপা হয় ১৯৬২-তে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন ১৯৬৫ সালে। চেক বিজ্ঞান একাডেমি, গ্রাগ থেকে ১৯৭৯ সালে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সরকারি ডিগ্রি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবনের শুরু। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞান-গবেষক হিসেবে ১৯৬৬-২০০২ পর্যন্ত নিয়োজিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন (১৯৯১-২০০৫)। বর্তমানে নিয়মিত সাহিত্যচর্চায় নিবেদিত।
প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ : উপন্যাস-উড়াল মাছির পানসি (২০১৬), সাদা বরফ কালো বৃক্ষ (২০১৩), তের তলার সিঁড়ি (২০১৩), ফিরে আসা ফিরে যাওয়া (২০১২), অন্ধকারে নয় মাস (২০১১)। গল্পগ্রন্থ-যাত্রার শেষ সীমানা (২০১৪), কার্নিশ ছুঁয়ে পড়া (২০১৩), স্ফুলিঙ্গের আভা (২০১৩), মাঝরাতের ইস্টিশন (২০০৯), সবুজ বনের সবুজ টিয়ে (২০০৬), সেই কলস পেয়ে যাবেই (১৯৯৪), ওরা কোথায় যে যায় (১৯৮৯), বিস্তৃত এক ভুবন (১৯৮৮) ও অভয়ারণ্য খুুঁজি (১৯৮৬)।
পাশাপাশি তিনি লিখেছেন স্নাতকোত্তর মানের পাঠ্যপুস্তকসহ ১৫টি জনপ্রিয় বিজ্ঞানগ্রন্থ। লিখেছেন শতাধিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধও।