রুদ্র মোস্তফার জন্ম টাংগাইল জেলার সখিপুুর উপজেলার নলুয়া গ্রামে । ৬ জুলাই ১৯৮৫ খ্রিস্টাব্দে । পিতা : আইন উদ্দিন এবং মাতা : মরিয়ম। কলেজে পড়ার সময় দৈনিক আজকের কাগজের সাহিত্য পাতায় প্রথম ছোটগল্প ‘একটি প্লাটফর্ম ও একজন মায়াবতী’ প্রকাশিত হয় । জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক ও ¯স্নাতকোত্তর পড়ার সময় পাক্ষিক পত্রিকা অনন্যা, অন্যদিন, রোদসী, কারুকাজসহ জাতীয় দৈনিকে কবিতা ও প্রবন্ধ লিখেছেন । এছাড়া মঞ্চ ও টেলিভিশনের জন্য চিত্রনাট্য লিখেছেন। ‘গল্পটা সৌমিকের কিংবা মিশু অথবা অন্যকারো’ নামে একটি টেলিফিল্ম চ্যানেল আই-তে ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় প্রচারিত হয়েছে। প্রথম গল্পগ্রন্থ ‘যে গল্প লেখা হয়নি’ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ২০১৮ খ্রিস্টাব্দে। কর্মজীবনে প্রথম প্রবেশ করেন শিক্ষকতা পেশায় আমিরজান কলেজের প্রভাষক হিসেবে । বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন ।