রফিক হারিরি কাজ করছেন ছোটগল্প ও উপন্যাস নিয়ে। শিশু সাহিত্যের প্রতি রয়েছে প্রবল ঝোক । সাহিত্যের বিশ্বায়ন বা বিশ্ব সাহিত্যের প্রতি আগ্রহ নিয়ে কাজ শুরু করেছেন অনুবাদে। অনুবাদ করেছেন আধুনিক তুকী কবিতা, আধুনিক আরবী কবিতা। “কৈলাশপুরের হাটে” শিরোনামের প্রকাশিত হয়েছে ছোট গল্পগ্রন্থ। বের হয়েছে উপন্যাস ‘পাস্থজন”। ’মোবাইল দৈত্য’ ও ‘মেছােভূত গেছােভূত’ নামে প্রকাশিত হয়েছে শিশুতোষ গল্পগ্রন্থ।
রফিক হারিরি’র জন্ম ঢাকার নয়াটােলা। পূর্ব পুরুষের আদিবাসী নারায়ণগঞ্জের দয়াকান্দা গ্রামে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগ থেকে। ‘আধুনিক আরবি গদ্য ও তার শিল্পরূপ’ শীর্ষক বিষয়ে উচ্চতর গবেষণা (এম. ফিল) করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে ।