কল্পনা জিনিসটা খুবই ভয়ংকর। আর তা যদি ইচ্ছায় পরিণত হয় তবে কোন বাধাই পিছু টানে না। সত্যিই মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। কুমিল্লার, মুরাদনগর থানার গান্দ্রা গ্রামে জন্ম। স্বপ্ন নিয়েই জন্মেছিলেন তিনি। কবিতা লেখা, ক্রিকেট খেলা আর আড্ডায় সময় কেটে যেত। পাহাড়পুর (উ:) সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণি পর্যন্ত এবং বাঁশকাইট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করে অনেক বড় স্বপ্ন নিয়ে ঢাকায় আসা হয়। কল্পনার ইচ্ছায় আর অধ্যবসায়ে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। অতঃপর স্বপ্ন বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ করেন। ছাত্র অবস্থায়ই কোচিং জগতে নিজেকে পরিচিত ও অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলেন। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এখন কোচিং জগতের বাংলা বিষয়ের নক্ষত্র। যার হাত ধরে প্রতি বছর শতশত শিক্ষার্থী ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তার অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রয়েছে যাদের পরামর্শে তাদেরকে নিয়েই পথ চলা।