জামালপুর জেলার সরিষাবাড়িতে বাবার কর্মস্থলে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। বাবা মরহুম এম এ ওয়াহেদ। মা মরহুম রাজিয়া ওয়াহেদে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ১৯৮১ সালে সরকারি চাকরিতে যোগদান করে এখনো কর্মরত। এ পর্যন্ত এক শ’ ষোলোটি ছোটগল্প এবং আটটি উপনাস রচনা করেছেন। এসব সাহিত্যকর্মভিত্তিক টেলিফিল্ম ও নাটক রচিত হয়েছে দশটি। ড. মুহাম্মদ শহীদুল্লাহ সাহিত্য পুরস্কার, শেরে বাংলা এ কে ফজলুল হক সাহিত্য পুরস্কার, সুফি কবি মোহাতার হোসেন স্বর্ণপদক, সমরেশ বসু সাহিত্য পুরস্কার, নাট্যসভা বিশেষ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত এই লেখক পুরোনো দিনের বাংলা গানের একজন শখের কণ্ঠশিল্পী।