বিভুরঞ্জন সরকারের জন্ম ৬ জুন, ১৯৫৪।
ষাটের দশকের শেষদিকে স্কুলছাত্র থাকতেই দৈনিক আজাদের মফস্বল প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় তাঁর হাতেখড়ি। তখন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সহকারি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
দিনাজপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন বিভুরঞ্জন। মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। সাপ্তাহিক জয়ধ্বনি, একতা, যায় যায় দিন, দৈনিক সংবাদ, দৈনিক রূপালীতে কাজ করেছেন। সম্পাদনা করেছেন সাপ্তাহিক চলতিপত্র, দৈনিক মাতৃভূমি এবং সাপ্তাহিক মৃদুভাষণ।
আশির দশকের মধ্যভাগে সাপ্তাহিক যায় যায় দিন প্রকাশিত হলে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তাঁর রাজনৈতিক নিবন্ধগুলো বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছিল।
তিন দশকের বেশি সময় ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণমূলক অসংখ্য কলাম লিখেছেন বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও অনলাইনে। এখনও নিয়মিত লিখছেন দেশের প্রথম অনলাইন দৈনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এবং মুদ্রিত কাগজ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক সংবাদ ও দৈনিক বর্তমানে।
তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১০। তিনি বর্তমানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত আছেন।