বিজ্ঞান পড়েন ও পড়ান, বিজ্ঞান নিয়েই লেখেন ও চর্চা করেন। বাংলা একাডেমী থেকে বিজ্ঞান লেখালেখির জন্য পেয়েছেন “হালিমা-শরফুদ্দিন’ পুরস্কার। জ্যোতির্বিজ্ঞান চর্চার সাথে জড়িত। কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি । শিক্ষকতা করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। প্রকৃতি পরিচয় থেকে ইতিপূর্বে প্রকাশিত গ্রন্থ “থাকে শুধু অন্ধকার: মহাবিশ্ব ও ধীমান সত্তার ভবিষ্যৎ’ (২০১৪) এবং “প্রাচীন মেলুহা: সিন্ধু সভ্যতার ইতিবৃত্ত’ (২০১৫)