জন্ম ঢাকায়, ১৯৫৯ সালের ২২ জানুয়ারিতে। কবি ও প্রাবন্ধিক। দেশের বাড়ি নোয়াখালী হলেও বড় হয়েছেন পুরোনো ঢাকার জিন্দাবাহারে। মুদ্রণ ব্যবসা দিয়ে জীবিকা শুরু করলেও পেশা বদল করেছেন বারবার। ব্যবসা ছেড়ে চাকরি করেছেন ব্যাংকে, সেটা ছেড়ে যোদ দিয়েছেন সাংবাদিকতায়; প্রথমে আজকের কাগজে ও পরে ভোরের কাগজে। ছিলেন আজকের কাগজ ও ভোরের কাগজ-এর প্রতিষ্ঠা সহকারী সম্পাদক। কাজ করেছেন ‘আমাদের সময়’-এর অতিথি সম্পাদক হিসেবেও। বর্তমানে তাঁর সম্পাদনায় বেরোচ্ছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক কাগজ ‘নতুনধারা’। এর আগে সম্পাদনা করেছেন সাপ্তাহিক ‘কাগজ’। ১৯৯৬ থেকে যুক্ত আছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সঙ্গে।