ফরিদ আহমেদ

ফরিদ আহমেদের জন্ম ১৯৬৭ সালের ১ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন সমাজ বিজ্ঞানে। এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে অবস্থিত ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে।

লেখাপড়ার পাট চুকিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন ফরিদ। সেখানে সহকারী অধ্যাপক ছিলেন দেশছাড়ার আগ পর্যন্ত। কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় কাজ করেছেন। বর্তমানে আছেন কানাডার টরন্টোতেই।

আবৃত্তি করতেন একসময়। এখন প্রয়াত লেখক ও মুক্তচিন্তক অভিজিৎ রায়ের গড়া ‘মুক্তমনা’ নামের ওয়েবসাইটের মডারেটর হিসেবে কাজ করছেন।

ফরিদ বই লিখেছেন বেশ কয়েকটি। প্রকাশিত গ্রন্থ, ‘মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে’, ‘বিস্ময়কর নোটবুক’, ‘ইলেকট্রা’, ‘বিজ্ঞান ও ধর্ম’।

 

You've just added this product to the cart: