১৯৪৫ সালের ৩০ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলীতে মোদিয়ানোর জন্ম। বাবা ছিলেন ব্যবসায়ী, মা অভিনেত্রী। স্কুলের জ্যামিতির শিক্ষক রেমন্ড কুইনিয়াউ তাকে লেখালেখিতে উদ্ধুদ্ধ করেছিলেন। জ্যামিতির শিক্ষক হলেও রেমন্ড নিজে একজন লেখক ছিলেন। তারই অনুপ্রেরণায় ১৯৬৮ সালে প্রথম উপন্যাস লেখেন মোদিয়ানো। উপন্যাসটির নাম লা প্লেস দ্য লিথোয়ালা।
মোদিয়ানার বেশিরভাগ লেখার প্লট রাজধানী প্যারিসকে ঘিরেই। আর তার গল্প-উপন্যাস মূলত আত্মজীবনিক। যেখানে নিজের স্মৃতি তুলে ধরেছেন মোদিয়ানো। কিংবা জার্মান অধিগ্রহণের পর প্যারিসের জীবনছবি সম্পর্কে সম্যক ধারণা মিলবে তার লেখনীতে।
স্প্যানিস, সুইডিস ও জার্মান ভাষায় মোদিয়ানোর সাহিত্যকর্ম অনুদিত হয়েছে। সংখ্যায় কম হলেও ইংরেজিতে অনুদিত হয়েছে তার উপন্যাস। যেমন- ১৯৭২ সাল মাতৃভাষায় প্রকাশিত হওয়ার দুই বছর পরে ইংরেজিত প্রকাশিত হয় ‘রিং রোডস : আ নোভেল’। ১৯৯২ সালে প্রকাশিত হয় হানিমুন (মূল : ভয়েজ ডি নোসেস, ১৯৯০)। উপন্যাস ছাড়াও শিশুতোষ বই লিখেছেন মোদিয়ানো।
লিখেছেন সিনেমার স্ক্রিপ্টও। চিত্র পরিচালক লুইচ ম্যালের সঙ্গে তৈরি করেন চলচ্চিত্র ‘ল্যাকোম্বে লুসিয়েন’ (১৯৭৪)।