জন্ম ১২ নভেম্বর, ১৯৬৩, সুনামগঞ্জ শহরে। বাবা মরহুম রইস আলী পীর ও মা মরহুমা সৈয়দা রহিমা খানম। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পীর হাবিবুর রহমান ১৯৮৪ সালে মতিহার ক্যাম্পাসে সাংবাদিকতার হাতেখড়ি নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা পীর হাবিবুর রহমান ১৯৮৫ সালে সেনাশাসন আমলে কারাবরণ করেন। ‘৯২ সাল থেকে বাংলাবাজার পত্রিকা ও ‘৯৯ সালে যুগান্তরের নির্মাণ বিনির্মাণ পর্বে রাজনৈতিক রিপোর্টার হিসাবে খ্যাতি লাভ করেন। অনুসন্ধিৎসু পাঠকের তৃষ্ণা নিবারণ করেছেন আলোচিত সব খবর দিয়ে। ১/১১-এ আমাদের সময়ে আলোচিত কলামিস্ট হিসেবে পাঠকমহলে নিজেকে উন্মোচিত করেন। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সাহিত্যের রসবোধতার এক-একটি কলাম ভাষাশৈলীতে পাঠককে টেনে নিয়ে যায় চিন্তার জগতে। আমাদের সময়-এ কিছু দিন উপ-সম্পাদক পদে কাজ করেছেন। দীর্ঘদিন বাংলাদেশ প্রতিদিন-এ নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তরুণ প্রজন্মের অনলাইন পূর্বপশ্চিম বিডি. নিউজের প্রধান সম্পাদক।