পার্ল সিডেনস্ট্রিকার বাক (ইংরেজি: Pearl Sydenstricker Buck; ২৬শে জুন ১৮৯২ – ৬ই মার্চ ১৯৭৩) ছিলেন একজন মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক। একজন মিশনারীর কন্যা হওয়ায় বাক ১৯৩৪ সালের পূর্ব পর্যন্ত চীনের চেনচিয়াংয়ে কাটান। তার রচিত উপন্যাস দ্য গুড আর্থ ১৯৩১ ও ১৯৩২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রিত কল্পকাহিনী বই ছিল এবং তিনি ১৯৩২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। “চীনের কৃষক শ্রেণীর জীবনের পরিপূর্ণ ও মহাকাব্যিক বর্ণনা এবং তার আত্মজৈবনিক শ্রেষ্ঠকর্মের জন্য” তিনি ১৯৩৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম মার্কিন নারী হিসেবে সাহিত্য নোবেল পুরস্কার অর্জন করেন।