ছাত্রনেতা, রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে ১৯৪৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। কসবা প্রাথমিক বিদ্যালয়, বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ হাইস্কুল, সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।
১৯৯৬ সালে ৭ম ও ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা (সিলেট-৬) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৬ জানুয়ারি, ২০০৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করেন। ২০১৪ সালের জানুয়ারিতে নতুন সরকার গঠনের পর তিনি আবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন।
তাঁর লেখা দুটি বই প্রকাশিত হয় আশির দশকে। একুশের বইমেলায় তাঁর তিনটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়। এছাড়া তাঁর লেখা কয়েকশ’ নিবন্ধ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।