নিয়াজ আহমেদ বাংলাদেশের পেশাদারিত্বের ভিত্তিতে রিজুমি তৈরির ধারনার প্রবর্তক। প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা বলার মাধ্যমে তাদের ক্যারিয়ার বিষয়ে খুটিনাটি জেনে তিনি রিজুমি তৈরি করে দেন। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত তিনি মোট ২২০০টির অধিক রিজুমি তৈরি করেছেন যার প্রতিটি রিজুমিই ইউনিক। তিনি ২৮ টি দেশে রিজুমি তৈরির কাজ করেছেন। কাজের সম্মাননা হিসেবে ২০১৭ সাথে অর্জন করেছেন সিওএফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড এবং ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি ক্যারিয়ার ও আত্মোন্নয়ন বিষয়ক প্রশিক্ষন পরিচালনা করে থাকেন। বইমেলা ২০১৮ উপলক্ষে তার মোট চারটি বই বাজারে এসেছে। বইগুলো হচ্ছে, “ক্যাম্পাস টু কর্পোরেট”, “সফল যারা কেমন তারা”, “লিংক পেতে লিংকডইন” এবং “কমিউনিকেশন, নো টেনশন”। দেশের মানুষের ক্যারিয়ার ডেভলপমেন্টের জন্য কাজ করে যাওয়াটাই এখন তার মূল লক্ষ্য।