নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর গ্রামে ১ আগস্ট ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। পিতা মৃত কার্ত্তিক চন্দ্র চক্রবর্তী ও মাতা মৃত পার্বতী চক্রবর্তী। স্বল্প আয়ের পরিবারে তাঁরা ছিলেন সাত ভাইবোন। তাই তাঁদের লেখাপড়া বা ইচ্ছেপূরণ কোনোটাই সহজলভ্য ছিল না। মায়ের একান্ত ইচ্ছায় তাঁকে লেখাপড়ার জন্য পাঠানো হয় গাইবান্ধায় মামার বাড়িতে। ‘নাকাইহাট উচ্চ বিদ্যালয়’ থেকে মানবিক শাখায় প্রথম বিভাগ পেয়ে এসএসসি পাস করেন। এরপর নিজ বাড়িতে ফিরে আসেন। তাঁর অতি উত্তম ফলাফলের জন্য স্থানীয় বদান্য ব্যক্তিবর্গ তাঁর লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহ ও সহযোগিতা প্রদান করেন।
মিতব্যয়ী ও অন্তর্মুখী হওয়ায় তিনি সহজেই কারো আনুকূল্য নিতেন না। কারো দান গ্রহণ করলে তার বিনিময়ে শ্রম দিতেন। জয়পুরহাট সরকারি কলেজ ( সে সময় সরকারি ছিল না) থেকে বিজ্ঞান শাখায় এইচএসসি এবং ১৯৭৫ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। উচ্চতর ডিগ্রি নেয়ার অদম্য বাসনা থাকলেও ছোট ছোট ভাইবোনদের দিকে তাকিয়ে তা দমন করতে হয়েছে। কর্মজীবনের প্রথমে তিনি মথুরাপুর হাইস্কুলে মাস ছয়েক, পরে গয়েশপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কয়েক বছর শিক্ষকতা করেন। ইতোমধ্যে তিনি বিএড ( ১ম শ্রেণি) ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৩ সালে তিনি যোগদান করেন নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে। চাকুরিজীবনে তিনি বিভিন্ন সময়ে রাজশাহী, ঢাকা (মিরপুর), চট্টগ্রাম, নাটোর, দিনাজপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে শিক্ষকতা করেছেন। অবশেষে রাজশাহী ক্যন্টনমেন্ট বোর্ড হাইস্কুল থেকে প্রধান শিক্ষকের পদ হতে অবসরে যান ১ আগস্ট ২০১১ সালে।