নিকানোর পাররা

চিলির জনপ্রিয় কবি নিকানোর পাররা বিশ শতকের একজন অন্যতম গুরুত্বপূর্ণ লাতিন আমেরিকান কবি (জন্ম চিলিতে, ৫ সেপ্টেম্বর, ১৯১৪; মৃত্যু ২৩ জানুয়ারি,২০১৮, চিলি)। তার কবিতা সোজা সাপটা, প্রতিবাদী, খোলামেলা কাব্য ভাষার জন্য বিখ্যাত। তিনি নিজে একে এন্টিপোয়েমাস-এর নাম দিয়েছেন।তিনি চারবার নোবেল সাহিত্য পুরস্কারের জন্যে মনোনীত হয়েছিলেন। তিনি ১৯৬৯ সালে চিলির জাতীয় সাহিত্য পুরস্কারে এবং ২০১১ সালে স্প্যানিশ সাহিত্যের সর্বোচ্চ সের্ভান্তেস পুরষ্কারে সম্মানিত হন।

You've just added this product to the cart: