নাসির আলী মামুন (জন্ম জুলাই ১, ১৯৫৩) একজন বাংলাদেশি প্রতিকৃতি আলোকচিত্রী, লেখক এবং সাক্ষাৎকারগ্রহীতা। শিল্পাঙ্গনে তিনি “ক্যামেরার কবি” হিসেবেও পরিচিত।[১] বাংলাদেশের প্রতিকৃতি আলোকচিত্রাঙ্গণে গত চার দশকের বেশি সময় ধরে তিনি অগ্রণী হিসেবেও ভূমিকা রাখেন। সাধারণ নারী-পুরুষের পাশাপাশি তিনি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রায় শতাধিক কবি, শিল্পী, লেখক, রাজনীতিবিদদের[১] প্রতিকৃতি ক্যামেরায় ধারণ করেছেন।[২]
সত্তরের দশকে বাংলাদেশে তিনি প্রথম প্রতিকৃতি আলোকচিত্রের সূচনা করেন। পাশাপাশি লেখক এবং সাক্ষাৎকারগ্রহীতা হিসেবে তার ১১টি বই প্রকাশিত হয়েছে। তার তোলা প্রতিকৃতি আলোকচিত্রের সংখ্যা পাঁচ হাজারের বেশি। এছাড়াও পঞ্চাশের অধিক একক আলোকচিত্র প্রদর্শনি আয়োজিত হয়েছে।[৩]
২০১৩ সালে ষাটতম জন্মবার্ষিকীতে, মুনেম ওয়াসিফের সাথে তার সাক্ষাৎকার অবলম্বনে নাসির আলী মামুন: তার আলো তার ছায়া নামে একটি বই প্রকাশিত হয়।[৪] ২০০৯ সালে নাসির আলী মামুনের কাজের উপর ভিত্তি করে মন্জুরুল আলম পলাশ “পোয়েট অব ক্যামেরা” শিরোনামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন।[৫]