জন্ম ২১ জানুয়ারি ১৯৫৩। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স-এ এমএ করেছেন। কর্মজীবনের শুরু থেকেই বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে জড়িত। দীর্ঘ কর্মময় জীবনে নারীর ক্ষমতায়ন ও নারী-অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে চলেছেন। কাজের জন্য ছুটির দিনেও প্রত্যন্ত দুর্গম অঞ্চলে ছিল যার দৃপ্ত পদচারণা। কর্ম এলাকা ও সহযোগী প্রতিষ্ঠানের সকল শ্রেণীর মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব নাদিরা মল্লিক।
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য হিসাবে অবৈধ ক্ষুদ্র অস্ত্র ও গুচ্ছ বোমার প্রসার, বিস্তার ও ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা ও সরকারি প্রতিষ্ঠানের সাথে এডভোকেসি করে চলেছেন। ছোটবেলা থেকেই স্কুল-কলেজ ম্যাগাজিন, দৈনিক পত্রিকায় লিখতেন। কর্মক্ষেত্রে সময়ের অভাবে লেখা হয়ে ওঠে নি গণউন্নয়ন গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত দুটি গ্রন্থে দুটি ছোট প্রবন্ধ ছাড়া। জুন ২০০৮-এ চাকুরি থেকে পদত্যাগ করে এই তার প্রথম স্মৃতিচারণা।