জন্ম ১৩-ই নভেম্বর, জন্মস্থান বাংলাদেশ, বর্তমানে আমেরিকা প্রবাসী। শিক্ষা জীবন কেটেছে ভিখারুন্নেসা , ডা: খাস্তগীর, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় , বুয়েট , ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি -তে । এস.এস.সি.এবং এইচ এস সিতে মেধা তালিকায় ছিলেন এবং লোক প্রশাসনে স্নাতক সন্মানসহ প্রথম শ্রেণীতে এম.এস. এস সমাপন করেন। প্রভাষক হিসাবে কর্ম-জীবনের সূচনা তবে বর্তমানে টেক্সাস-এ আই-টি ফিল্ডে কর্মরত। সাহিত্যকর্মের জন্যে ইতিমধ্যেই সুফী মোতাহার হোসেন স্বর্ণ পদক ২০১৩ এবং নির্ণয় স্বর্ণ-পদক ২০১৪ এ ভুষিত হয়েছেন। ইতিমধ্যে প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে টেক্সাস টক , আমার ঘরে এসো , আঠার , ঝুমকোলতার সারাটা দিন, হেটে চলেছি বন জোসনায় , ইত্যাদি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিবাহিতা। এক সন্তানের জননী।