স্কুলজীবনে দেশের বিভিন্ন স্থানে সাতটি ভিন্ন স্কুলে পড়াশুনা করেছেন । দেশের স্বনামধন্য নটরডেম কলেজে এইচ,এস,সি করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স ও ইলেক্ট্রনিক্স বিভাগ থেকে গ্রাজুয়েশন করেন এবং পরে আই,বি,এ থেকে এম,বি,এ করেন । উনি বর্তমানে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরীর পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসাবে কাজ করছেন । লেখালিখির শখ বেশ পুরনো । উনি নিয়মিত ফেইসবুক সহ বিভিন্ন ব্লগে লেখেন । এছাড়াও বেশ কিছু বিজনেস রাইট আপও আছে তার । এছাড়াও প্রচন্ড ঘোরাঘুরির শখ রয়েছে তার ।