নিবদ্ধতার ডাকে সাড়া না দিতে পারা নাগরিক দৃষ্টিভঙ্গীসম্পন্ন এক তারুণ্যের নাম তারেক সালাহ্উদ্দিন — নিরন্তর বহুমুখীতার দিকে ছুটে চলাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন তিনি। চিকিৎসাবিদ্যায় শিক্ষা লাভ করে পুরোপুরি ডুব দিয়েছেন উন্নয়ন কর্মকান্ড, স্বাস্থ্য বিষয়ক লেখালেখি ও সাংবাদিকতা, তথ্যপ্রযুক্তি, আলোকচিত্রসহ আরো নানা দিকে। সেসব নানা দিকের একটি হচ্ছে কাব্যচর্চা; ইতোমধ্যেই সে প্রয়াসের প্রকাশ ঘটেছে তার দুটি কাব্যগ্রন্থ – ‘অপার্থিব জোছনার কাব্য’ এবং ‘তোমায় নিয়ে যে জন্য কবিতা অজস্র’ -এর মাধ্যমে। জীবনের ঊর্ধ্বগতিতে খুব বেশী প্রতিযোগীতা নেই, বরঞ্চ বিভিন্নমুখী পদচারণাতেই ব্যস্ত সময় কাটে গোধূলী তারুণ্যের। পাঠকের ভালোবাসা সে প্রয়াসকে অব্যহত রাখবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।