তারিক হক

Tarique Huq জন্ম ১৭ জুলাই, ১৯৫১, ঢাকা। বাবা মরহুম ফজলুল হক, মা মরহুমা সামসুন্নাহার হক। ঢাকা ইউনির্ভাসিটি থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স করে। ১৯৭২ সালে বাংলাদেশ এয়ার ফোর্সে প্রথম। জিডি পাইলট ব্যাচে যােগদান করেন। পারিবারিক কারনে এয়ার ফোর্স ছেড়ে দিয়ে। রাশিয়া চলে যান। সেখানে অ্যারােফ্লোটে হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ করতেন। ১৯৮০ সালে চলে আসেন জার্মানীতে। এখানে। কমপিউটার সাইন্সে পড়াশুনা করে কাজ করছেন জার্মানীর এক নামকরা ব্যাংকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। বর্তমানে স্ত্রী ওলগা, ছেলে পাভেল, পুত্র বধু লেনা আর একমাত্র নাতনী ভিক্টোরিয়াকে নিয়ে জার্মানীর ডুসেলড্রফ শহরে বসবাস করছেন।

You've just added this product to the cart: