ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম ১৯৫৬ সালের ২ এপ্রিল দিনাজপুর জেলায় এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর ও পাবনা জেলা স্কুল, পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ পুলিশে সরাসরি ক্যাডেট এসআই পদে নিয়োগ পেয়ে ১৯৮৪ সালে মাত্র ৪ বছরে ইন্সপেকটর হিসেবে পদোন্নতি পান। চাকরিতে সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য তিনি ১৯৯২ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক’ পান। ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে তিনি র্যাব-৫ রাজশাহীতে কোম্পানি কমান্ডার হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে জাতিসংঘ। পদক’ পান। র্যাব-৫-এ চাকরি করার সময় তিনি সেরা কোম্পানি কমান্ডার নির্বাচিত হন এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে ‘আইজি পদক’ প্রদান করা হয় । প্রকাশিত বই: এই তো জীবন (২০১৭), কুয়াশার আবরণে (২০১৮), এক চিলতে রোদ্দুর (২০১৮), আঁধার পেরিয়ে (২০১৮), গেদু মামার যত কাণ্ড (২০১৮), দেখা হলো দু’জনে (২০১৮), স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে যায় (২০১৮), শেষ বিকেলের গল্প (২০১৮), হৃদয়ের না বলা কথা (২০১৮), এক পুলিশের কাহিনি (২০১৯), বৃষ্টিভেজা স্বপ্ন (২০১৯), জীবন নদীর বাঁকে (২০১৯)।