জাকিয়া নাজনীন

জন্ম ১১ আগস্ট ১৯৬৯। পৈতৃক নিবাস টাঙ্গাইলের ভুয়াপুর গ্রাম। পিতা ডা. বিগ্রেডিয়ার জেনারেল জওহারুল ইসলাম তরফদার (অব.), মাতা মরহুমা সুরাইয়া তরফদার। স্বামী লে. কর্নেল মােজাম্মেল হােসেন বীরপ্রতীক (অব.)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট ও পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর। পেশাগত জীবনে ইংরেজি মাধ্যমে ঢাকার আগা খান স্কুলে শিক্ষকতা করেন দীর্ঘ সময় । IB,PYP শিক্ষা মাধ্যমে স্কুলের ভেতরে ও বাইরের প্রতিষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক ওয়ার্কশপে অংশগ্রহণ করে পেশাগত দক্ষতা অর্জন করেন। এর স্বীকৃতিস্বরূপ পর পর সাত বছর ভিন্ন ভিন্ন।
ক্যাটাগরিতে পুরস্কৃত হন এবং সনদপত্র লাভ করেন। বাবার স্ক্রিপ্টে অনেক নাটকে বাচিক শিল্পী হিসেবে কাজ করেছেন। তখন থেকে লেখালেখির সঙ্গে সম্পৃক্ততা ঘটে। আশির দশক থেকে উপস্থাপনাও করে আসছেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। আবৃত্তির সঙ্গে সঙ্গে নিজের এলােমেলাে ভাবনাগুলাে কবিতায় রূপ দিতে শুরু করেন। সেই সময় থেকেই দেশের প্রথম অনলাইন ম্যাগাজিন বাংলামাটি -এ অনিয়মিতভাবে লেখালেখি করেন। পরবর্তী সময়ে কবি মারুফ রায়হান কর্তৃক প্রকাশিত একুশে সংকলনে পর পর দুই বছর কবিতা প্রকাশ করেন। পােড়া পাখির খাচা তার প্রথম প্রকাশিত বই।

You've just added this product to the cart: