জনি আহমেদ

জনি আহমেদ । স্নাতকোত্তর [সরকার ও রাজনীতি বিভাগ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পিতাঃ মতিউর রহমান। মাতাঃ হাসিনা বেগম। লেখক মাত্র বারো বছর বয়সে মাতৃহারা হন। তিনি জন্মগ্রহণ করেন চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানায়। লেখালিখির শুরু স্কুল জীবন থেকেই। লিখে চলেছেন। সাহিত্যে অবদান রাখার জন্য তিনি ইতোমধ্যে ‘শব্দভূমি সাহিত্য সম্মাননা ২০১৮’ পেয়েছেন ‘উদীয়মান সাহিত্যিক’ বিভাগে। ‘কেউ কেউ একা’ লেখকের চতুর্থ প্রকাশিত গ্রন্থ। লেখকের প্রকাশিত অন্যান্য বই সমূহ, ‘মরীচিকা’ উপন্যাস (২০১৭)। ‘বিষাদনগর’ উপন্যাস (২০১৮)। ‘মায়াবী প্রস্থান’ (২০১৯) গল্পগ্রন্থ।

You've just added this product to the cart: