গুলবদন বেগম
গুলবদন বেগম ১৯২৩, হুলহুলিয়া, নাটোর – ৮ মে, ২০০৫, ঢাকা) ছিলেন একজন বাঙালি সমাজকর্মী, এবং সিংড়ানাটোর পরিবার এর সাবেক প্রধান, নাটোরের জমিদার জালালুদ্দীন মির্জার জ্যেষ্ঠা কন্যা।
ব্রিটিশ সাম্রাজ্যের বেঙ্গল প্রেসিডেন্সিতে ১৯২৩ সালে তিনি জন্মগ্রহণ করেন, তার পিতামহ তার দূরবর্তী পূর্বপুরুষ রাজকুমারী গুলবদন বেগম এর নামকরণ করেছিলেন যিনি, ছিলেন নাটোরের জমিদার (লর্ড) মির্জা জাফর । তার ছোট বোন, যিনি নাটোর জেলার সর্দার (গোত্রের প্রধান) গুলসেহারা বেগম কে বিয়ে করেন।
তিনি ব্যক্তিগতভাবে শিক্ষিত ছিল এবং কিশোরী বয়সে তার মোল্লা শামেজ উদ্দিন আহমেদের সাথে বিয়ে হয় , পূর্বতন নাটোরের কাজি ও মোল্লা শাহ বংশধর। তার স্বামী ১৯৬৮ সালে ১৯৭১ সালের যুদ্ধের আগেই মারা যায়। তিনি ছয় সন্তানের জননী হন।
তিনি ৮ মে ২০০৫ সালে সেনাবাহিনী সেনানিবাসে মারা যান এবং তার মৃতদেহ সিংড়ানাটোর পরিবার এ দাফন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক অবসরের উপর কমান্ড অনুসরণে,তার তৃতীয় পুত্র (দ্বিতীয় জীবিত) সাহেবজাদা কর্নেল মুহাম্মদ শহীদ সারোয়ার আজম শাহ জাহান পরিবারের প্রধান হন।বিষয়শ্রেণীসমূহ: ১৯২৩-এ জন্ম২০০৫-এ মৃত্যুনাটোর জেলার ব্যক্তি
You've just added this product to the cart: