গুলতেকিন খান – প্রায় দুই দশক ধরে শিক্ষকতা করে চলেছেন ঢাকায়, স্ব-ইচ্ছায় সহজাত প্রবণতায় প্রাতিষ্ঠানিক প্রশাসনিক কাজ এড়িয়ে একেবারে প্রাথমিক পর্যায়ে। যুক্তরাষ্ট্রে থেকেছেন অনেকদিন জীবনের শুরুর দিকটায়। ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়। জীবন তাঁকে সাহসী আর তন্নিষ্ঠ হতে বাধ্য করেছে। মৃদুভাষী গুলতেকিন। সত্যভ্রষ্ট হননি, তবে পারতপক্ষে বিতর্ক বা মতান্তরের সঙ্গী হতে চাননি কখনাে। অনেক প্রতিকূলতা আর ঘনিষ্ঠজনদের দ্রুকুটিকে পেছনে ফেলে প্রথম কাব্যগ্রন্থ আজো, কেউ হাঁটে অবিরাম’ (২০১৬) পরিশীলিত পাঠকদের দৃষ্টিগােচর হয়েছে অনায়াসে। সাহিত্যের ছাত্রী হিসেবে অনুবাদ তাঁর কাছে অপরিচিত ছিল না। কখনােই। এবার তিনি চোখ ফিরিয়েছেন তাঁর পছন্দের কিছু খ্যাতিমান বা অপেক্ষাকৃত অখ্যাত বিদেশী কবিদের দিকে। তাঁর ভাষায় “ঘটনাচক্রে এঁরা সকলেই নারী।” কবিতা যে বিবিধ পরিসরে, স্থান-কাল-প্রেক্ষিত ছাপিয়ে, যে কোন ভাষাতেই শেষ পর্যন্ত কবিতা হয়ে আমাদের সবাইকে আন্দোলিত করতে পারে।