খালিদ ফারহান

আমাকে যখন কেউ অনলাইনে ক্যারিয়ার দাঁড় করানো নিয়ে জ্ঞান দিতে আসে, আমি তখন সব সময় একটা সিম্পল প্রশ্ন দিয়ে শুরু করি।

আমি তাদের জিজ্ঞেস করিঃ আমি আপনার সব জ্ঞান নিতে আগ্রহী, তবে আমাকে প্রথমে আপনার সাইট টা দেখান প্রমাণ সহ যে আপনি কিভাবে অনলাইনে আপনার ক্যারিয়ার দাঁড় করাচ্ছেন, কিভাবে আপনার রুটি রুজি হচ্ছে, নিদেনপক্ষে আপনার সফল আপ ওয়ার্ক প্রোফাইল টা হলেও দেখান।

বেশির ভাগ তখন আর কিছু বলে না। অনেকে রেগে যায় 

এর কারণ হল, জ্ঞান দেয়া পৃথিবীর সবচেয়ে সহজ কাজ।

আমি একজন কে আমার সামনে বসিয়ে ১ ঘণ্টার একটা লেকচার দিতে পারি আজকেই এভারেস্ট এ কিভাবে উঠতে হয় তা নিয়ে। ২ টা ইউটিউব ভিডিও আর ২ টা ব্লগ পোস্ট পড়লেই হয়। নেপাল দিয়ে উঠতে হবে না ইন্ডিয়া দিয়ে, কি নেয়া উচিত, সেফ নাকি না, সব জানা যায়।

তার মানে কি আমি এভারেস্ট এক্সপার্ট? আমার এ নিয়ে কোর্স থাকা উচিত?

না।

কেন?

তার কারণ আমি নিজে আসলে কখনো উঠি নি এভারেস্ট এ। সিম্পল হিসাব।

এজন্য আমি যখন কাউকে আমাদের অনলাইন কোর্স এ জয়েন করতে বলি, আমি প্রমাণ সহ আমার নিজের আর আমাদের স্টুডেন্ট দের সফলতা গুলো দেখাই। দেখাতে একটু গর্ব ও হয়, তবে মূল দেখানোর কারণ হল যেন কেউ অন্য কোথাও যেয়ে ধোঁকা না খেয়ে যায়।

আপনারা যেখানেই যা শিখতে যাবেন, স্পেশালি অনলাইন এ কাজ কর্ম রিলেটেড কিছু হলে, একটু চিন্তা করে নেবেন আর প্রশ্ন করতে ভয় পাবেন না। 

এই ৪০ মিনিট এর ফ্রি ক্লাস এ আমি অনলাইনে কিভাবে আগামী ৬-৮ মাস এ নিজের ক্যারিয়ার দাঁড় করিয়ে ফেলতে পারেন, তা নিয়ে একটা বিশাল ব্রেকডাউন দিয়েছি।

যদি ৪০ মিনিট এর ভিডিও দেখতে কষ্ট হয় বা ৬-৮ মাস শুনে ভয় লাগে, তাহলে আমি আপনার কোন উপকারে আসবো না কোনদিন। আমার এই পেজ টা ব্লক করে দিন আজকেই।

আর যদি কঠিন কাজ কর্ম করে নিজের ক্যারিয়ার দাঁড় করানোর ইচ্ছা থাকে, তাহলে ভিডিও টা দেখে ফেলুন।

ধন্যবাদ 

You've just added this product to the cart: