কামরুজ্জামান জাহাঙ্গীর (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি দুই সন্তান, স্ত্রী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের শিল্পী-সাহিত্যিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ১৯৬৩ সালে কিশোরগঞ্জের বাজিতপুরে জন্ম তাঁর। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষে বাংলাদেশ রেলওয়ের চিকিৎসক পদে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধসহ নানা বিষয়ে প্রায় এক ডজনের মতো বই প্রকাশিত হয়েছে তাঁর। ছোটগল্পের মধ্যে মৃতের কিংবা রক্তের জগতে আপনাকে স্বাগতম, কতিপয় নিম্নবর্গীয় গল্প উল্লেখযোগ্য। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর গ্রল্পগ্রন্থ জয়বাংলা ও অন্যান্য গল্প এবং প্রবন্ধ সংকলন কমলনামা।