নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি ও নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন । তারপর উদ্ভিদ বিজ্ঞানে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির একজন সদস্য। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করেন। মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ কর্মেও আগ্রহী। এসবের পাশাপাশি শিশুতোষ সাহিত্য রচনায়ও নিজেকে ব্যাপৃত রেখেছেন। বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত। ইনতিফা কামাল অনুভা ও কাজী তাহমিদ হাসান প্রিয়ম তাঁর আত্মজা ও আত্মজ । প্রকাশিত গ্রন্থ : ভেষজ উদ্ভিদের গুণাগুণ, ১০০ ভেষজ উদ্ভিদের গুণাগুণ ও ব্যবহার, আচার্য। জগদীশ চন্দ্র বসু। অনুবাদ গ্রন্থ : ক্ষমতার ইতিবৃত্ত (যৌথ)।