ঊর্মি, উমু, উমরতুল আলম সাহিত্যিক, সাংবাদিক মাহবুব উল আলমের জ্যেষ্ঠ সন্তান । উমরতুলের মা চার সন্তান রেখে মারা গেলে বাবার দ্বিতীয় বিবাহের সূত্রে চৌদ্দ ভাইবােন এবং উমরতুলের জেঠা রেঙ্গুনে বাসরত শামসুল আলমের স্ত্রী, উমরতুলের মাতৃসম। বড়মা ও তাদের চার সন্তান, ছােট চাচা ওহিদুল আলমকে নিয়ে একটি দারিদ্রপীড়িত বিশাল সংসারে বেড়ে উঠেছেন। তবে, তিনি সাহিত্যিক বাবা ও মেধাবী সাহিত্যিক ক্ষণজন্মা চাচা দিদারুল আলম, ছােট চাচা কবি ওহিদুল আলমের সাহিত্য শিল্প সঙ্গীত প্রীতি ও অনুশীলনে ব্রতী । সে সময়ের প্রেক্ষাপটে মেয়েদের পক্ষে আশাতীত উদার, মুক্ত অসাম্প্রদায়িক একটি বিশিষ্ট পারিবারিক পরিবেশে বেড়ে উঠেছেন তিনি । তার জেঠা শামসুল আলম রেঙ্গুনে দাঙ্গায় নিহত হন, যখন তার চার ছেলেমেয়ে নাবালক। ছােট চাচা। দিদারুল আলমের সঙ্গে বন্ধুত্বের সূত্রে আবুল ফজলের সাথে এই আলম পরিবারের সংযােগ ঘটে, যা ছিল অবাধ, মুক্ত পরিবেশের পিয়াসি আবুল ফজলের জন্য জীবনের সূচনা থেকে শেষ অবধি আনন্দপূর্ণ ও সুখকর । সঙ্গত কারনে এই পরিবারের জ্যেষ্ঠ কন্যা উমরতুলসহ পুরুষ, নারী সবাই উদার ও মুক্তমনের অধিকারী হয়ে বেড়ে উঠেছে।