উপল মাহবুব যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি লাভ করে বর্তমানে সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়াতে একটি প্রযুক্তি বিষয়ক কোম্পানিতে গবেষক হিসেবে কর্মরত আছেন। পিএইচ ডি সংক্রান্ত গবেষণার পূর্বে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)- এর তড়িৎ প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। উপলের শৈশব কেটেছে পাহাড়ঘেরা চট্টগ্রমের বাঘঘোনায়। পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই তিনি লেখালেখি ও ছবি আঁকার প্রতি আগ্রহী। ‘কবিতার খেরোখাতা’ উপলের প্রথম প্রকাশিত বই।