প্রাতিষ্ঠানিক নাম মো. ইফতেখার হোছাইন নূর হলেও নিজেকে ইফতেখার মাছুম নামেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন লেখক। কারণ নামের মাছুম অংশটি তাঁর মায়ের দেওয়া। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিজেশ্বর গ্রামের সম্ভ্রান্ত বড়বাড়িতে। গ্রামের পাশ ঘেঁষে বয়ে যাওয়া তিতাসের জল আর নরম পলি মেখে জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন। বাবা জীবদ্দশায় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মা গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি অগ্রজ। শৈশবে বাবাকে হারিয়ে কঠিন বাস্তবতার সামনে বুক চিতিয়ে যুদ্ধ করেছেন। অতঃপর কচি কাঁধে তুলে নিয়েছেন বাবার রেখে যাওয়া স্বপ্নের দায়িত্ব। ছোট দুবোনকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষিত করেছেন। আশা-নিরাশায় মায়ের সাহস জুগিয়েছেন আশৈশব।
তাঁর সাহিত্য ভাবনায় মধ্যবিত্তের আনন্দ-বেদনার কাব্য নতুন মাত্রা পেয়েছে। লেখালেখির শুরুটা ঝোঁকের বশে হলেও তা নিছক মনের খোরাক জোগানোতেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। অবশেষে কিছু প্রিয়জনের অনুরোধ আর মুহুর্মুহু অনুপ্রেরণায় পেয়েছেন আত্মবিশ্বাসের জ্বালানি। প্রকাশ করেছেন তাঁর প্রথম গল্পগ্রন্থ ডাহুকেরা ভিজে যায়।
লেখকের মতে তাঁর নিজের জীবনে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই। প্রাতিষ্ঠানিকভাবে তাঁর শেষ শিক্ষা গ্রহণ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে অ্যাপারেল মারচেন্ডাইজিংয়ের ওপর ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করা। বর্তমানে ঢাকার একটি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠানে কর্মরত।