আ ফ ম মোদাচ্ছের আলীর জন্ম ১৯৬৪ সালের ১ জুন চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর(বিশ্ববিদ্যালয় এর ১৭ ব্যাচ)।
তিনি লেখালেখি করছেন ৮০র দশক থেকে। দেশের প্রাচীনতম দৈনিক আজাদসহ সব স্থানীয় ও জাতীয় দৈনিকে লেখালেখি করছেন। করছেন ফ্রি ল্যান্স সাংবাদিকতাও।
যুক্ত ছিলেন গ্রুপথিয়েটার এর সাথে। চট্রগ্রামের গণায়ন এর সদস্য। তারিক আনাম খানের নেতৃত্বে ঢাকার গ্রপ থিয়েটার নাট্যকেন্দ্র র প্রতিসঠাকালীন সদস্য।৮০ র দশকে ছড়ার কাগজ ” ছন্নছাড়া ছড়ার কাগজ” এর সম্পাদনা করেছেন।
আ ফ ম মোদাচ্ছের আলী ঢাকায় শিশু কিশোর মাসিক পত্রিকা “শাপলা দোয়েল” এর সম্পাদনা করেছেন।